শীতের পর বসন্ত : শিশুর যত্ন কিভাবে নেবেন!

শীতের পর বইছে বসন্তের বাতাস। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুর শরীরের ওপর প্রভাব পড়ে। সাধারণ ঠান্ডা লাগা, হাঁচি, কাশি হয়ে থাকে। হতে পারে সামান্য জ্বরও। এ বিষয়ে বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান তাহমিনা বেগম বলেন, সামান্য অসাবধানতায় এ সময় সাধারণ ঠান্ডা লাগা বা ফ্লু থেকে শুরু করে হতে পারে নিউমোনিয়া কিংবা ব্রংকিওলাইটিস। তবে ব্রংকিওলাইটিস ও … Continue reading শীতের পর বসন্ত : শিশুর যত্ন কিভাবে নেবেন!